দক্ষিণ আফ্রিকায় সরে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি?
১৩ নভেম্বর ২০২৪ ১০:০৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১২:৪০
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত ভারত যদি সেখানে খেলতে না যায়, তাহলে কোথায় হবে চ্যাম্পিয়নস ট্রফি, এমন প্রশ্ন ছিল সবার মনের। টুর্নামেন্টের মাত্র ৩ মাস বাকি থাকতে ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। এসবের মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান নয়, দক্ষিণ আফ্রিকাকেই বিকল্প ভেন্যু হিসেবে বেছে নিতে পারে আইসিসি।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর। কিন্তু সেই আসরের ভবিষ্যৎ আটকে গেছে ভারতের আপত্তির কারণে। বিসিসিআই আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে যেতে আগ্রহী নয়। হয় গত এশিয়া কাপের মতো হাইব্রিড টুর্নামেন্ট, নাহয় নতুন ভেন্যু; যেকোনো একটি সমাধানেই খেলতে রাজি হবে ভারত।
তবে ভারতের এই প্রস্তাবে একেবারেই রাজি নয় পাকিস্তান। শুরু থেকেই তারা জানিয়ে দিয়েছেন, এবার আর হাইব্রিড টুর্নামেন্ট আয়োজন করবেন না তারা। দরকার হলে ভারতকে বাদ দিয়েই আয়োজন করা হবে চ্যাম্পিয়নস ট্রফি, এমন হুমকিও দেওয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে!
পাকিস্তান-ভারতের দ্বন্দ্বের মাঝে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। বিকল্প ভেন্যু হিসেবে আইসিসি বেছে নিতে পারে আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকাকে। এই ব্যাপারে বাকি দলগুলোর সাথে আলোচনাও করছে আইসিসি।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্যে কি আছে, সেটা জানা যাবে এই বছরের শেষভাগেই। চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নির্ধারণ নিয়ে বিশেষ সভা আয়োজন করতে পারে আইসিসি, শোনা যাচ্ছে এমনটাই।
২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে পা রাখেনি ভারত। পাকিস্তান অবশ্য এই সময়ের মাঝে বেশ কয়েকবার ভারতে এসেছে আইসিসি টুর্নামেন্ট খেলতে।
সারাবাংলা/এফএম