ডিজিটাল বৈষম্য দূর করা হবে: নাহিদ ইসলাম
১২ নভেম্বর ২০২৪ ২৩:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১১:১৭
ঢাকা: বাংলাদেশে ডিজিটাল বৈষম্য চলছে জানিয়ে এই বৈষম্য দূর করার জন্য প্রান্তিক পর্যায়েও নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১২ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে মালয়েশিয়ান টাওয়ার নির্মাতা কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইডটকোর নির্বাহী কর্মকর্তা মোহামেদ আদলান আহমাদ তাজউদিন বলেন, মালয়েশিয়ার ইডটকো গ্রুপ মোবাইল টাওয়ার নির্মাণ খাতে সফল প্রতিষ্ঠান। বাংলাদেশে তারা টাওয়ার নির্মাণের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চায়। তারা যৌথভাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের কাজ করতে আগ্রহী।
উপদেষ্টা বলেন, বর্তমানে পলিসি রিফর্ম চলছে। পাশাপাশি বিজনেস রেগুলেশনগুলো বিবেচনায় রাখা হচ্ছে। ইডটকোর সঙ্গে এজেন্ডা মিলে গেলে একসঙ্গে কাজ করা সহজ হবে।
মোহামেদ আদলান বলেন, ইডটকো ১০ বছর ধরে বাংলাদেশে কাজ করছে এবং তারা বাংলাদেশে দীর্ঘ মেয়াদে কাজ করতে আগ্রহী। ফেনীর বন্যার সময় টাওয়ারগুলো সচল রাখতে উপদেষ্টার তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল ইশাক বলেন, ভ্যাট-ট্যাক্স বেশি হওয়ার কারণে ইন্টারনেটের খরচ বেড়ে যাচ্ছে। এটা কমানো গেলে ইন্টারনেটের দাম কমানো সম্ভব হবে। পাশাপাশি ভ্যাট-ট্যাক্স থেকে বেঁচে যাওয়া টাকা দিয়ে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে, যা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।
পরে নাহিদ ইসলাম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কের সমস্যার কারণে জনগণ ঠিকমতো সুবিধা পাচ্ছে না। তাই আমরা নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা করছি। এ ক্ষেত্রে টাওয়ার সম্প্রসারণ জরুরি। সামনে ফাইভজি আসছে, তার জন্য নেটওয়ার্ক বিস্তার জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে আমরা ইডটকোর সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভেবে দেখব।
সারাবাংলা/ইএইচটি/টিআর