Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২১:১৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:১৮

কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় খরবটি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। এর আগে দুপুরে তাকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান কোদাল কাটি ইউনিয়নে মন্ডল পাড়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। সেই মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, ‘কুড়িগ্রাম সদর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাকে কুড়িগ্রাম থানায় পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এইচআই

ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হত্যা মামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর