Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনাল হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২০:১৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২৩:১৩

ঢাকা: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে করা মামলায় চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আসামিদের গ্রেফতারের বিষয়ে আগামী ১২ ডিসেস্বর অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।

চার পুলিশ কর্মকর্তা একজন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকির হোসেন। গ্রেফতারে যেন প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে বিবেচনায় বাকি তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্র‍্যাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর গাজী গাজী এম এইচ তামিম। এ সময় ট্র‍্যাইব্যুনালে চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

গ্রেফতার পুলিশের গুলিতে মৃত্যু বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন মামলা দায়ের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর