স্ট্রাইকার হিসেবে ইউটিউবারকে মাঠে নামালো আর্জেন্টাইন ক্লাব!
১২ নভেম্বর ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৪৩
কেউ বলছেন ‘চরম লজ্জার’, কেউ বলছেন ‘অপমানজনক’। আর্জেন্টাইন শীর্ষ ফুটবল লিগে যা হয়েছে, সেরকমটা আগে কখনোই দেখা যায়নি। আর্জেন্টাইন ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রো প্রচারণার সুবাদে নিজেদের একাদশে নামিয়েছিল দেশটির জনপ্রিয় ইউটিউবার ইভান রাউল বুয়াখেরুককে। প্রতিযোগিতামূলক ম্যাচে এমন ঘটনায় তাই সমালোচনার ঝড় উঠেছে আর্জেন্টাইন ফুটবলে।
২৪ বছর বয়সী ইভান আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, পরিচিত ‘স্পেরেন’ নামেই। ইউটিউবে ইভানের সাবস্ক্রাইবার প্রায় ৮০ লাখ। ইনস্টাগ্রামে অনুসারী ৫০ লাখেরও বেশি। এছাড়াও ভিডিও লাইভ স্ট্রিমিং সাইট টুইচে তার অনুসারী ১ কোটির কাছাকাছি। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পণ্যের প্রচারণা চালান।
ইভানের এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই অভিনব পন্থা বেছে নিয়েছে রিয়েস্ত্রো। ভালে সারফিলের বিপক্ষে ম্যাচে স্ট্রাইকার হিসেবে নামানো হয় ইভানকে। মাঠে অবশ্য এক মিনিটও থাকতে পারেননি ইভান, ৫০ সেকেন্ডের মাঝেই তাকে তুলে নেন কোচ। এই সময়ের মাঝে একবার পায়ে বলও পাননি তিনি।
কিন্তু এই ৫০ সেকেন্ডই যেন কাল হয়েছে রিয়েস্ত্রোর। ইভান মাঠে নামার সাথে সাথেই বিস্ময়ের সাথে ধারাভাষ্যকার বলেন, ‘এটা লজ্জাজনক, ফুটবলের জন্য চরম অপমানের। সে তো এটাও জানে না ফুটবল খেলার সময় কীভাবে মাঠে দাঁড়াতে হয়!’
শুধু ধারাভাষ্যকার নন, ইভানের মাঠে নামায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সারফিলের ফুটবলাররাও। তাদের সাথে সম্মতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলারদের অনেকেই। তাদের মাঝে আছেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান সেভেস্তান ভেরনও।
এসব সমালোচনার মাঝে রিয়েস্ত্রোর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, শুধুমাত্র ক্লাবের প্রচারণার কারণেই সামান্য সময়ের জন্য মাঠে নামানো হয়েছে ইভানকে। এটিই ইভানের প্রথম ও শেষ ম্যাচ, সেই ব্যাপারটাও নিশ্চিত করেছেন রিয়েস্ত্রো কোচ ক্রিশ্চিয়ান ফাবিয়ানি।
সারাবাংলা/এফএম