Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ১৬:১৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৫:৫৪

সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ৯টি স্থাপনা টার্গেট হামলা চালিয়েছে

মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ৯টি স্থাপনা টার্গেট করে সোমবার (১১ নভেম্বর) ব্যাপক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি খবরটি নিশ্চিত করেছেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দু’টি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে ২ হাজার ৫০০ মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এইচআই

ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিমান হামলা মার্কিন বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর