Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৬:০৬

উদ্ধার হওয়া অস্ত্র-গুলি

খুলনা: জেলার মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে এই অভিযান পরিচালিত হয়।

কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানে রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদ এর বাড়ীর চতুর্থ তলায় অভিযান চালিয়ে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি রাইফেলের গুলির খোসা, ৪টি রাইফেলের গুলির সামনের অংশ, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, ২টি রাইফেলের গুলির চার্জার, ১টি পিস্তলের কভার, ১টি রাইফেলের কভার, ৩টি ভারতীয় দশ রুপির নোট, ১টি ভারতীয় বিশ রুপির নোট, ২টি ভারতীয় একশত রুপির নোট, ১টি বাইনো কুলার, ৯টি পাসপোর্ট এবং ১টি কালো রংয়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্র-গুলি উদ্ধার খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর