Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামারখন্দের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৬:০৩

কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার মামলায় কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়। এর পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।’

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন (৪৯) নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামিকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

সারাবাংলা/পিটিএম

কামারখন্দ উপজেলা পরিষদ গ্রেফতার টপ নিউজ শম্পা রহমান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর