Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৬:১০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৯

ডেঙ্গু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাস নভেম্বরে জেলায় আটজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী আনতাহেরা নামে এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। আনতাহেরার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ১৮ জন, পুরুষ ১১ জন এবং শিশু চার জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১১ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৪৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছর শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ২২৮ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ১৫৮ জন, নারী ৯৫৬ জন এবং শিশু ৬৩৪ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।

সারাবাংলা/আইসি/এমপি

ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর