প্রকল্প রাজনৈতিক ও সিন্ডিকেটমুক্ত রাখতে চায় সরকার
১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৮:১৪
ঢাকা: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য এ সংক্রান্ত বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এসময় প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দূর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। তাদের মতামতও নেওয়া হবে।’
প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘সময় বাড়লে ব্যয় এবং দূর্নীতি দুটোই বেড়ে যায়। প্রকল্প প্রণয়ন কিংবা বাস্তবায়ন, কোনো ক্ষেত্রেই দুর্নীতিবাজরা সুযোগ পাবে না।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প প্রস্তাব থেকে বাস্তবায়ন পর্যন্ত দুর্নীতি অনেকটা প্রকাশ্যেই হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, কেবলমাত্র রাজনৈতিক কারণে একের পর এক প্রকল্পের প্রস্তাব যেমন ছিল, একইভাবে খেয়ালখুশিমতো ব্যয় নির্ধারণসহ ভুল প্রস্তাবও দেওয়ার অভিযোগ ছিল। কিন্তু বছরের পর বছর এমন ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না থাকায়, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল তাদের শাসনামলজুড়ে।
সারাবাংলা/জেআর/এইচআই
ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান