Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৫:৪০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

শহিদুল ইসলাম রতন

বগুড়া: বগুড়া কারাগারে শহিদুল ইসলাম রতন (৫৪) নামে এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে কারাগারে মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। সোমবার বিকেলেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি।

বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়েছেন। কিন্তু গতরাতে তার মৃত্যু হয়। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

কারাগারে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর