র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান
১২ নভেম্বর ২০২৪ ১৩:২৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২০:৪২
ওয়ানডে র্যাংকিংয়ে অনেকদিন ধরেই বাংলাদেশের পেছনে ছিলেন তারা। আফগানিস্থানের সামনে সুযোগ ছিল সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার। শারজাহতে সেটাই করে দেখালেন রশিদ খানরা। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানরা। আর এতেই ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে ৮ম স্থানে উঠে এসেছেন তারা। বাংলাদেশ নেমে গেছে ৯ম স্থানে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল ওয়ানডে র্যাংকিংয়ের ৮ম স্থানে। ৯ স্থানে থাকা আফগানদের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল খুবই সামান্য। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেটা সমানে সমান করেছেন আফগানরা। সিরিজ শেষে দুই দলেরই রেটিং পয়েন্ট এখন ৮৫। তবে ডেসিমাল পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে গিয়ে ৮ম স্থান দখল করেছেন আফগানরা।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে আফগানরা। গত সেপ্টেম্বরে এই শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানের ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন রশিদ খানরা।
অন্যদিকে ৭ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নেমে সিরিজটা খোয়াতে হলো বাংলাদেশকে। সবশেষ মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।
সারাবাংলা/এফএম