আপাতত বেক্সিমকো ফার্মায় রিসিভার বসছে না
স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১১:২১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৯
১২ নভেম্বর ২০২৪ ১১:২১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৯
ঢাকা: বেক্সিমকো গ্রুপে অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত বহাল থাকলেও শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ করা যাবে না। একইসঙ্গে বেক্সিমকো গ্রুপের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের করা আবেদন মঞ্জুর করে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আর বাংলাদেশ ব্যংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
সম্প্রতি বেক্সিমকো গ্রুপের সব কোম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান।
প্রাথমিক শুনানির পর ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
অন্তর্বর্তী আদেশে হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সব কোম্পানি পরিচালনায় বাংলাদেশ ব্যাংককে রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির সম্পত্তি ছয় মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সংযুক্ত (অ্যাটাচ) রাখতে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমানের নেওয়া ঋণের টাকা উদ্ধার এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার পদক্ষেপ নিতেও নির্দেশ দেন উচ্চ আদালত। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে চার সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংককে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপের সব কোম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগ করতে এবং কোম্পানির সব সম্পত্তি সংযুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য কোম্পানিকে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দেওয়া ঋণের পরিমাণ এবং পরিশোধ না করা ঋণের তথ্য সরবরাহ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই আদেশের পর সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। তবে তার আগেই রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ স্থগিত ও দ্রুত রুল শুনানির নির্দেশনা চেয়ে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সারাবাংলা/কেআইএফ/ইআ