Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারের পর ‘শিশিরকে’ দুষলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৪ ১০:২০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৩৯

আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ

ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের হোয়াইটওয়াশের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানো প্রত্যয় নিয়েই শারজাহতে গিয়েছিল বাংলাদেশ দল। আফগানিস্থানের বিপক্ষে সিরিজ হেরে সেই স্বপ্নে বড় ধাক্কা খেয়েছেন মেহেদি হাসান মিরাজরা। শেষ ওয়ানডেতে আফগানদের ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে শান্তর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলছেন, রাতে শিশির পড়ায় বাড়তি সুবিধাই পেয়েছেন আফগান ব্যাটাররা।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচে টসজয়ী দলই জিতেছিল ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে তাই ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। তবে টসে জিতলেও আগের দুই ম্যাচের মতো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় আফগানরা। আগের ম্যাচের মতো দ্বিতীয়ভাগে বাংলাদেশের স্পিনার কিংবা পেসার, কেউই তেমন সুবিধা নিতে পারেননি।

ম্যাচ হারের পর মিরাজ বলছেন, দ্বিতীয় ইনিংসে পিচের আচরণ আগের ম্যাচগুলোর চেয়ে অন্যরকম ছিল, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি পরের ভাগে স্পিন ধরে। এজন্যই আমরা ব্যাটিং নিয়েছিলাম টসে জিতে। তবে উইকেট পরেও অনেক ভালো ছিল। ভালোভাবেই ব্যাটিং করা যাচ্ছিল। রাতে শিশিরও পড়েছিল। এজন্যই হয়তো বল ব্যাটে ভালোভাবে আসছিল। তবে আফগান ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হয়। গুরবাজ, ওমরজাই সত্যিই ভালো খেলেছে। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট নিতে পারিনি। উইকেট পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’

আফগানদের কাছে পরপর দুটি সিরিজ হারল বাংলাদেশ। তবে এমন হারের পরেও প্রাপ্তি খুঁজছেন মিরাজ, ‘আমার মনে হয় এই সফর থেকেও কিছু অর্জন আছে আমাদের। লম্বা সময় পর শারজাহতে আমরা ওয়ানডে খেললাম। প্রথম ম্যাচের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আরেকটা সফর আছে সামনে। আমরা সেখানে ভালো করতে চাই।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-আফগানিস্থান সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর