‘গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’
১১ নভেম্বর ২০২৪ ২১:১৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:২০
চট্টগ্রাম ব্যুরো: দেশে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে উপজেলা সদরে পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ছিল শুধুমাত্র কোটাবিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র-আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন দেশনায়ক তারেক রহমান। কোটাবিরোধী আন্দোলনকে তিনি ছাত্র-জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অগ্রগতি দৃশ্যমান না হলে জনমনে অসন্তোষ তৈরির সম্ভাবনা আছে। সংস্কারের সময়কাল নির্ধারণ করা না হলে লক্ষ্যে পৌঁছানো ক্রমান্বয়ে কঠিন হবে। দুই হাজারেরও বেশি শহিদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধপরিকর।’
দেশের সকল সংকটে জিয়া পরিবার কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছে মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির যে ধারাবাহিক সংগ্রাম, সাতই নভেম্বর সেটা পূর্ণতা পেয়েছিল। সেদিন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসীন হন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়, কোনো পূর্ব পরিকল্পনার মাধ্যমে নয়, তিনি ক্ষমতাসীন হয়েছিলেন বিপ্লবের সদর দরজা দিয়ে । তীয় স্বার্থে, জাতীয় ঐক্য সমুন্নত রাখার জন্য তাঁকে ক্ষমতাসীন করা হয়েছিল।’
‘জাতির প্রয়োজনে সেদিন কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বর্তমানে দেশনায়ক তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের ক্রান্তিকালের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সংকটে বারবার কাণ্ডারির ভূমিকায় হতে হয়েছে জিয়া পরিবারকে।’
হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন ও পৌর কমিটির সদস্য সচিব মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে হাটহাজারী উপজেলার আহবায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক রফিকুল আলম চৌধুরী, পৌরসভার সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসাইন উজ্জ্বল, যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এসআর