Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে খেজুর-পেঁয়াজ-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সু‌বিধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ২০:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২২:০৬

রমজানে বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিযেছে কেন্দ্রীয় ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রমজান মাসে অতি প্রয়োজনীয় ১১টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো হলো— চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর।

নতুন সুবিধা অনুযায়ী, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা প্রযোজ্য হবে।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানিয়েছে। আমদানি করার ক্ষেত্রে লেনদেন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পণ্যগুলোর আমদানি সহজ করার মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুরের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

সারাবাংলা/জিএস/টিআর

আমদানি সুবিধা খাদ্যপণ্য আমদানি পণ্য আমদানি বাংলাদেশ ব্যাংক রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর