পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৪ জনের বদলি
১১ নভেম্বর ২০২৪ ১৯:৫৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৩৩
ঢাকা: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবু সাঈদ।
জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। ৪৮ জনের বদলি/পদায়নের তালিকা দেখুন এখানে—
আরেক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। এই ১৬ জনের বদলি/পদায়নের তালিকা দেখুন এখানে—
সারাবাংলা/ইউজে/টিআর
পুলিশ কর্মকর্তাদের বদলি বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়