Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৫

বরিশালে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বরিশাল: বরিশালে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নগরীর অন্যতম ব্যস্ত সড়ক রূপাতলী জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরদীর পুল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেন।

সড়ক বিভাগের জমি দখল করে নির্মাণ করা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মার্কেটসহ অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রথম দিনেই।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, নগরীর রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আমরা আজ (১১ নভেম্বর) থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন, তাদের কাছে জমির কাগজ রয়েছে। আবার কেউ বলছে তারা অগ্রিম টাকা দিয়ে দোকান বুকিং নিলেও সেই টাকা ফেরত পাননি। সড়ক বিভাগ বেআইনিভাবে এই উচ্ছেদ করছে বলে দাবি তাদের।

সারাবাংলা/এনজে

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বরিশাল সড়ক ও জনপথ বিভাগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর