বায়রার নির্বাচনে আপিল বিভাগের স্থিতাবস্থা
১১ নভেম্বর ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৪০
ঢাকা: জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বোচনে স্থিতাবস্থা (স্টেটাসকো) জারি করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ১৮ নভেম্বর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বায়রার আবেদনে প্রাথমিক শুনানির পর সোমবার (১১ নভেম্বর) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার আবেদনের পক্ষে শুনানি করেন আেইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
পরে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, আপিল বিভাগ স্টেটাসকো দেওয়ায় আপাতত নির্বাচনি কার্যক্রম চালাতে পারবে না বায়রা। নির্বাচনি প্রক্রিয়া যেভাবে আছে সেভাবেই থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান বায়রার কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার বিধান রয়েছে।
রিট আবেদনকারীর অভিযোগ, তা না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। পরে এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। শুনানির পর নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ