Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুকী-বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৮:১২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৩৪

ফারুকী-বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা করতে গিয়ে আটক ৫

চট্টগ্রাম ব্যুরো: শিল্পপতি সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে এক সভা পুলিশের অভিযানে পণ্ড হয়ে গেছে। ওই সভা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক পাঁচ জনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানার জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়। ‘তাওহিদী ছাত্র জনতা’ নামে একটি সংগঠনের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আটক পাঁচ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। আরেকজনের নাম জানা যায়নি। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদী ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক বলে জানা গেছে। বাকিরা সবাই সদস্য।

জানা গেছে, সভা শুরুর মুহূর্তে ৮-১০ জন প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিললেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে পাঁচ জনকে আটক করে। এরপর সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কাদের চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারে সদ্য শপথ নেওয়া মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করার প্রতিবাদে তাওহীদি ছাত্র-জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল। সেখান থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটা খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

আটক ৫ টপ নিউজ ফারুকী-বশিরকে উপদেষ্টা সভা পণ্ড