Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশৃঙ্খল জীবনই পারে সফলতার শীর্ষে পৌঁছে দিতে: বশেমুরবিপ্রবি উপাচার্য

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৯:৪৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে এই নবীরবরণ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ উপাচার্য।

অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকের নবীনদের ঘিরে বাবা-মা, প্রতিবেশী, আত্মীয়-স্বজন অনেকের অনেক স্বপ্ন, সর্বোপরি দেশের স্বপ্ন। এসব স্বপ্নকে বাস্তবায়ন করার একমাত্র পথ একজন সফল মানুষ হওয়া। এর অর্থ সিজিপিএ ৪-এ ৪ পাওয়া নয়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কারণ বাংলাদেশে এমন সফল মানুষ আছে যারা আদৌ পড়াশোনা করেনি। তাই সফলতা হচ্ছে একটি লক্ষ্যমাত্র এবং একটি সুশৃঙ্খল জীবনই পারে সফলতার শীর্ষে পৌঁছে দিতে।

তিনি বলেন, নবীনরা যাবতীয় নেতিবাচক ধারণা দূরে ঠেলে ভালোটুকু গ্রহণ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। তোমরা রাজনৈতিক দলের দাসত্ব স্বীকার করবে না। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে। যেকোনো শিক্ষার্থী এই পাঁচটা বছর সঠিকভাবে কাজে লাগাতে পারলে আর ঘুরে তাকাতে হবে না। তাই তোমাদের সময়ের সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে।

সারাবাংলা/ইআ

বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর