Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ শিল্প বিপ্লবে ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:০৪

এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তারা

ঢাকা: ‘চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। সমস্যা মোকাবেলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশলপত্র তৈরি করা দরকার।’

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে।

বিজ্ঞাপন

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ। বক্তব্য দেন এফইএস বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডিস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. কাজী মুহাইমিন-উস-সাকিব।

মূল প্রবন্ধে সংস্থা এটুআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র গবেষণার তথ্য উল্লেখ করে আরও বলা হয়, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ২৭ লাখ, ফার্নিচার খাতের প্রায় ১৪ লাখ, কৃষিপণ্য ও পর্যটন খাতের ৬ লাখ করে ১২ লাখ এবং চামড়া শিল্পের ১ লাখ-মোট ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন।

মূল প্রবন্ধে এই তথ্যের সমর্থনে গবেষণা সংস্থা সিপিডি ও পিআরআই-তথ্যও তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সরকারের জাতীয় শিল্পনীতি ২০২২ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতিসংঘের এসডিজি ২০৩০ এবং সরকারের নির্দেশনা অনুসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী দেশের প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

'চতুর্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল বাংলাদেশ ক্ষুদ্র ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর