Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী-চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৭:২০

বাংলাদেশ পুলিশ

ঢাকা: সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম) মো. আকরাম হোসেন এ নির্দেশ দেন। এ সময় তিনি সভায় সভাপতিত্ব করছিলেন।

অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।’

তিনি পলাতক আসামি গ্রেফতারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মো. আকরাম হোসেন বলেন, ‘থানায় আগত সেবা প্রত্যাশীদের তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে কোনোধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠাবান হতে হবে।’

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজা পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

চাঁদাবাজ ছিনতাইকারী টপ নিউজ নির্দেশ ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর