ধান ক্ষেতে মিলল অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ
১১ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:০৭
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ধান ক্ষেত থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আল আমিনের (১৫) হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন তাড়াইল উপজেলার সদর সাচাইল ইউনিয়নের বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
নিহত আল আমিনের বড় ভাই মো. আমলগীর জানান, প্রতিদিন সকালে আল আমিন রিকশা নিয়ে বের হয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরে। গত কাল রোববার সকালে বের হয়ে আর ফেরেনি। রাতে আত্নীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার অটোরিকশার সন্ধান পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
সারাবাংলা/এসআর