Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন পর আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৬:২৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:০৮

মানিকগঞ্জ: যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে চার দিন বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ফেরি যাতায়াতের চ্যানেলে পলিমাটি পড়ে আবারও যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

গত শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর বিআইডব্লিউটিএ এর ড্রেজিং সেক্টরের নাব্য সংকট নিরসনে ধীরগতি থাকায় তিন দিনের উপরে ফিরে চলাচল বন্ধ রাখা হয়। যার ফলে আরিচা-কাজিরহাট রুটে ফেরি সার্ভিসে বিপর্যয় নেমে এসেছে। ফলে শুক্রবার রাত থেকে আরিচা ও কাজিরহাট ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে কম করে হলেও তিন শতাধিক পন্যবাহী ট্রাক। এতে ট্রাক চালক ও শ্রমিকরা উভয় ঘাটে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। তিন দিন আজ পর দুপুরে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে অপেক্ষমান ট্রাকগুলো পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি চলতে গিয়ে আটকে যাচ্ছিল। চ্যানেলে সাড়ে আট ফুট পানি থাকলেও ফেরি চলাচল সচল করা যেত। কিন্তু কিছু কিছু জায়গায় ৬ থেকে সাত ফুট পানি থাকায় যানবাহনবোঝাই ফেরিগুলো আটকে যাচ্ছে।

শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত টানা তিন দিন ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলের পলিমাটি অপসারণ করার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে শীত মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সংকট প্রকোপ আকার ধারণ করেছে। যে কোনো সময় ফেরি যাতায়াতের চ্যানেলে পলি মাটি পরে পুনরায় বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল।

বিজ্ঞাপন

এর আগে, চলতি মাসের প্রথম সপ্তাহে দুই দিন একই কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। পরপর দুই দফা ফেরি চলাচল বন্ধ থাকায় বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা আরিচা ও কাজিরহাট ঘাটে দুর্ভোগে পড়েন।

সারাবাংলা/ইআ

আরিচা-কাজিরহাট

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর