চরম আবহাওয়ায় গত দশকে বিশ্বে ২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি
১১ নভেম্বর ২০২৪ ১৬:১৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩
আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই ক্ষতিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, এর পরেই রয়েছে চীন এবং ভারত।
বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার চরম আবহাওয়া সম্পর্কিত ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, গত দুই বছরে হঠাৎ বন্যা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী খরার মতো প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৪৫১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে আবহাওয়ার চরম অবস্থার পুরো আর্থিক ক্ষতির হিসাব নেওয়া হয়েছে, যা বিজ্ঞানীরা সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। কপ২৯ সম্মেলনে কূটনীতিকদের মধ্যে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়নের পরিমাণ নিয়ে বিতর্কের আশঙ্কা রয়েছে। এই অর্থায়ন ক্রমবর্ধমান চরম আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন করতে সাহায্যের প্রয়োজন।
আইসিসি-এর সেক্রেটারি-জেনারেল জন ডেন্টন বলেন, ‘গত দশকের ডেটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে জলবায়ু পরিবর্তন শুধুমাত্র ভবিষ্যতের সমস্যা নয়, অর্থনীতিতে চরম আবহাওয়ার কারণে উৎপাদনশীলতার ক্ষতি এখনই অনুভব করা যাচ্ছে।’
২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত চরম আবহাওয়ার কারণে ক্ষতির ধারা ক্রমাগত বাড়তে দেখা গেছে, বিশেষ করে ২০১৭ সালে ঘূর্ণিঝড়ের মৌসুমে উত্তর আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময়ে যুক্তরাষ্ট্রে ৯৩৫ বিলিয়ন ডলার, চীনে ২৬৮ বিলিয়ন ডলার, এবং ভারতে ১১২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সেন্ট মার্টিন ও বাহামা ছোট দ্বীপ দেশগুলোয় ক্ষতির হার প্রতি মানুষের হিসাবে সর্বোচ্চ ছিল।
বিশ্বে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাস এবং জীবাশ্ম জ্বালানি থেকে উদ্ভূত দূষণের কারণে আবহাওয়ার চরম অবস্থা প্রকট হওয়ায় এসব ক্ষতি আরও বেশি অনুভূত হচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ক্ষতির পূর্ণ প্রভাব সঠিকভাবে নির্ণয় করতে পারেননি।
২০২২ সালে ইউরোপে তীব্র তাপদাহের সময় ৬৮ হাজার মৃত্যুর মধ্যে অর্ধেকের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে কেন্দ্রীয় ইউরোপে যে বৃষ্টিপাত হয়েছে তার সম্ভাবনা দ্বিগুণ জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে গবেষণার তথ্যমতে।
আইসিসি দ্রুত তহবিল সংগ্রহ এবং চরম আবহাওয়ার ধাক্কা মোকাবিলায় সহায়ক উন্নয়ন নিশ্চিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
ডেন্টন বলেন, ‘উন্নয়নশীল দেশে জলবায়ু কর্মসূচিতে অর্থায়নকে বিশ্বের ধনী দেশগুলোর দানের মতো মনে করা উচিত নয়। এই অর্থনৈতিক বিনিয়োগ আসলে একটি শক্তিশালী এবং টেকসই বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখে, যা থেকে আমরা সবাই উপকৃত হব।’
সারাবাংলা/এনজে