Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের স্মরণে সভা করার সিদ্ধান্ত

স্পেশাল করসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৫:২২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ সই করা আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সুবিধাজনক কোনো দিনে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসাররা যথাক্রমে নিজ জেলা সদরে বা ক্ষেত্রমত সিটি করপোরেশন এলাকায় এবং নিজ উপজেলায় স্ব স্ব ব্যবস্থাপনায় উক্ত স্মরণ সভার আয়োজন করবেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এইচআই

জুলাই-আগস্ট অভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর