Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতের আঁধারে নদীর মাটি যাচ্ছে কোথায়?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৪:০৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:২৮

রূপসা উপজেলার আঠারোবেঁকি নদী থেকে মাটি কাটার কারণে সৃষ্ট গর্ত

খুলনা: খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকি নদী থেকে রাতের আঁধারে পাড়ের মাটি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের নদীর পাড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। সরেজমিনে গত শনিবার (৯ নভেম্বর) রাত ৯ টায় নদীর পাড়ে গিয়ে দেখা গেছে, কিছু সময় পরপর ভেকু চালিয়ে ড্রাম ট্রাক ভর্তি করে নদীর পাড়ের সরকারি মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকটি কিছুদুর গেলেই ভেকু বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাতের আঁধারে পাড়ের মাটি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে

রোববার (১০ নভেম্বর) সকালে একই স্থানে গিয়ে দেখাগেছে, মাটি কাটার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাটিখেকোরা প্রভাবশালী হওয়ায় কথা বলতে নারাজ স্থানীয়রা।

স্থানীয় কামরুল ইসলাম জানান, আমি প্রতিদিন নদীর পাড়ে ঘুরতে যাই। প্রায় নদীর পাড় থেকে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে কোথায় যেন নিয়ে যায়। সম্ভবত কাছের কোনো এক ইট ভাটায় নদীর পাড়ের মাটি পৌঁছে দেওয়া হচ্ছে। গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে তারা নদীর পাড় থেকে মাটি কেটেছে। শনিবার (৯ নভেম্বর) রাতেও তারা মাটি কেটে নিয়ে গেছে। সরকারি মাটি এভাবে কেটে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক ঘটনা।

আঠারোবাঁকি নদীর নৌকার মাঝি ওহিদ শিকদার জানান, ‘প্রায় পাঁচ বছর ধরে আমি নদীতে নৌকা চালাই। মানুষ পারাপার করে আমার সংসার চলে। রাতের আধারে সরকারি খাস জমি থেকে ইটভাটা গুলোতে মাটি কেটে নেওয়া হচ্ছে। তবে কারা নিয়েছে, তা আমি বলতে পারব না।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনা সঠিক হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনজে

আঠারোবেঁকি নদী খুলনা মাটিকাটা রুপসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর