Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযানে জব্দ ৯৩৬ কেজি পলিথিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২০:৫১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০১:৫৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। ছবি: পরিবেশ মন্ত্রণালয়

ঢাকা: নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে সারাদেশে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৯৩৬ কেজি পলিথিন।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পরিবেশ মন্ত্রণালয় বলছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদফতর জানিয়েছে।

অক্টোবরে দেশের সুপার শপগুলোর পর ১ নভেম্বর থেকে সারা দেশের সব বাজারেই পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। এরপর গত রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযান চালাতে শুরু করে পরিবেশ অধিদফতর।

সারাবাংলা/জেআর/টিআর

নিষিদ্ধ পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগ ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর