Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র-স্বাস্থ্য-শিক্ষায় প্রতিমন্ত্রীর মর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ০০:৪৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১১:১৮

(বাঁ থেকে) খোদা বকশ চৌধুরী, অধ্যাপক ড. সায়েদুর রহমান ও অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা দিতে তিন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন।

তিনজনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন খোদা বকশ চৌধুরী, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সায়েদুর রহমান এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তিনজনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।

আরও পড়ুন- ভার কমালো প্রধান উপদেষ্টার, আরও ৬ জনের দফতর পুনর্বণ্টন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া তিনজনের মধ্যে খোদা বকশ চৌধুরী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ১৯৭৯ পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা ২০০১ সালে ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার, সিআইডি প্রধান ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন। র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগের দুই দিন পরই তাকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বশির পেলেন বাণিজ্য-পাট, সংস্কৃতিতে ফারুকী

স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের এই চিকিৎসক প্রতিষ্ঠানটির ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএসএমএমইউতে যোগ দেওয়ার আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন তিনি।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস ও পিএইচডি ডিগ্রিধারী আমিনুল ইসলাম ১৯৯৯ ও ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসেবে গবেষণা করেছেন।

আরও পড়ুন- আবারও পরিবর্তন হলো এম সাখাওয়াত হোসেনের দফতর

এর আগে রোববার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাস্থানীয় মাহফুজ আলম উপদেষ্টা পদে শপথ নেন।

এই তিনজনের মধ্যে সেখ বশিরকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। মাহফুজ আলমকে এখন পর্যন্ত কোনো দফতর দেওয়া হয়নি।

সারাবাংলা/টিআর

অধ্যাপক এম আমিনুল ইসলাম অধ্যাপক ড. সায়েদুর রহমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ খোদা বকশ চৌধুরী বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর