Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পরিবর্তন হলো এম সাখাওয়াত হোসেনের দফতর

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২২:৪১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০১:৩৯

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ছবি: সারাবাংলা।

ঢাকা: স্বরাষ্ট্রের পর এবার বস্ত্র ও পাট থেকেও সরিয়ে নেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। পরে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এবার সেখান থেকে সরিয়ে শ্রমে দেওয়া হলো।

এর আগে উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে আরো তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন। তাদের মধ্যে শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তবে এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।

সারাবাংলা/জেআর/এসআর

বস্ত্র ও পাট মন্ত্রণাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর