Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-রিটার্ন দাখিল আড়াই লাখ ছাড়িয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২২:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০০:১২

ঢাকা: সাড়ে ১০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। আড়াই লাখের বেশি করদাতা অনলাইনে এরইমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।

রোববার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্ততে বলা হয়, ‘করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যেই ই রিটার্ন অপশন ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ও অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতাবান্ধব করার কারণে এরইমধ্যে রেজিস্ট্রেশন পদ্ধতির আপগ্রেডশনসহ www.etaxnbr.gov.bd পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে www.etaxnbr.gov.bd পোর্টালের ই-রিটার্ন অপশন ব্যবহারে সাড়া পড়েছে।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড সকল করদাতাকে মসৃণভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীন ভাবে সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার আহবান জানিয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

ই-রিটার্ন এনবিআর

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর