‘কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা জিরো বানাইয়েন না’
১০ নভেম্বর ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৭:৪৬
নিকট অতীত হাতড়ে বাংলাদেশের এমন ক্রিকেটারকেই পাবেন, যারা আলো ছড়িয়ে জাতীয় দলে এসেছেন। কিন্তু সময়ের সাথে হারিয়ে গেছেন পারফর্ম করতে না পেরে। সফল ক্রিকেটাররা ভাসেন প্রশংসায়, ব্যর্থদের দিকে ছুটে যায় সমালোচনার তির। কিন্তু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের মতে, ক্রিকেটারদের নিয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়া উচিত না।
জাতীয় দলের কোচিং প্যানেলে দ্বিতীয় মেয়াদে সালাহউদ্দিন যুক্ত হয়েছেন এক সপ্তাহ হলো। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাব্য ক্রিকেটাররা অনুশীলন করছেন তার অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। আজ (১০ নভেম্বর, রবিবার) অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন সালাহউদ্দিন। সেখানেই প্রশ্ন গেল তার দিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নাসুম আহমেদ ও জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়ে। এই ম্যাচে অভিষেক হয়েছে জাকেরের, আর এক বছর পর ওয়ানডেতে ফিরেছেন নাসুম।
সেই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘দেখুন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা কেউ কাউকে তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেন বানাইয়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, অনেক পারফর্ম করেই কিন্তু দলে আসে। সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকের হয়তো লেগে যায় সফল হতে। আবার অনেকেই হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে ফেলেন তারপরে দেখেন ২ ম্যাচে রান করেনি তখন আবার ভিলেন বানিয়ে ফেলেন।’
এমন অবস্থায় সংবাদমাধ্যমকে বড় ভূমিকা রাখতে বলছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানাইয়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানাইয়েন না। ছেলেদেরকে একটু সময় দেন, বিশেষ করে নতুন খেলোয়াড় যারা আছে তাদেরকে একটু সময় দেন।’
সারাবাংলা/জেটি
জাকের আলী অনিক নাসুম আহমেদ বাংলাদেশ ক্রিকেট মোহাম্মদ সালাহউদ্দিন