Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারে ডাক পেলেন যে ৫ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৭:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

(বাঁ থেকে) অধ্যাপক ডা. সায়েদুর রহমান, খোদাবক্স চৌধুরী, শেখ বশির উদ্দিন, মোস্তফা সারোয়ার ফারুকী ও মাহফুজ আলম। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচ উপদেষ্টা এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন- উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

এদিকে অন্তর্বর্তী সরকারে নতুন যোগ দিতে যাওয়াদের সম্ভাব্য তালিকা পাওয়া গেছে। তালিকায় রয়েছেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি খোদাবক্স চৌধুরী, আকিজ গ্রুপর ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা বর্তমানে ২১। নতুন পাঁচ জন শপথ নিলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৬। সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

সারাবাংলা/পিটিএম

উপদেষ্টা পরিষদ উপদেষ্টাদের শপথ নতুন উপদেষ্টা