Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানই অর্ন্তবর্তী সরকারের বৈধতা: শ্রম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৫:০৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৫

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণঅভ্যুত্থানই এই সরকারের বৈধতা। সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ হচ্ছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি কতদূর- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা এ জবাব দেন। তিনি বলেন, ‘এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয়।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

বিজ্ঞাপন

গত তিন মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি আপনারা দেখেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা এরইমধ্যে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ যেটার কথা আমরা মুখে বলছি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, এরইমধ্যে আর গঠনের আগেই ১০৬-এ (সংবিধানের ১০৬ অনুচ্ছেদ) এ সরকারের বৈধতা দেওয়া হয়েছে। যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে সেটার মাধ্যমে আরও লিগ্যাল রেটিফিকেশন হবে।

সারাবাংলা/জেআর/এমপি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর