অক্টোবরে সড়কে প্রাণহানি ৪৬৯, নিহত বেড়েছে ১০ শতাংশ
১০ নভেম্বর ২০২৪ ১৩:৪২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৪:২৪
ঢাকা: অক্টোবরে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন। এসব দুর্ঘটনায় আরও ৮৩৭ জন আহত হয়েছেন। এর আগে, সেপ্টেম্বরে সারাদেশে ৩৯২ সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন ৮১৩ জন। সে হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৩ শতাংশ। এ মাসে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ, আহতের সংখ্যা বেড়েছে প্রায় ৩ শতাংশ।
রোববার (১০ নভেম্বর) সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এর মধ্যে নিহত হয়েছেন ৪৬৯ জন এবং আহত হয়েছেন ৮৩৭ জন। নিহতের মধ্যে নারী ৭৪ জন ও শিশু ৬৬টি।
দুর্ঘটনায় ১০২ পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৭৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, অর্থাৎ ১৪.২৮ শতাংশ। এ সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন, বাসের যাত্রী ৩১ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রলি ও লরি আরোহী ২০ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স আরোহী ১২ জন, থ্রি-হুইলার যাত্রী ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু, ধানমাড়াই গাড়ি ও পাওয়ারটিলার) ১০ জন এবং বাইসাইকেল ও রিকশা আরোহী চারজন।
সড়কের ধরন নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ১৬২টি আঞ্চলিক সড়কে, ৬৪টি গ্রামীণ সড়কে এবং ৩৮টি শহরের সড়কে এবং ৬টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩১টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে মাগুরা, ঝালকাঠি, বরগুনা ও পঞ্চগড় জেলায়। এ ৪টি জেলায় অল্পকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল ও তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানোয় ঘটছে এসব দুর্ঘটনা। এছাড়া দুর্ঘটনা সংঘটিত হয়েছে জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও গণপরিবহণ খাতে চাঁদাবাজির কারণেও।
সারাবাংলা/ইআ