Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পালটাপালটি কর্মসূচি, সচিবালয়ে কঠোর নিরাপত্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৩:১৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৫:১৫

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীতে দেশের বড় দুটি রাজনৈতিক দলের পাশাপাশি চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। এ কারণে সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকেই সচিবালয়ের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। সচিবালয়ে প্রেসক্লাবের দিকের বহির্গমন পথে পুলিশের কড়া প্রহরা দেখা গেছে। কড়া নিরাপত্তা ছিলো প্রধান প্রবেশ পথেও।

বিজ্ঞাপন

শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে বিকালে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির বিক্ষোভ মিছিল রুখে দিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি। এসকল কর্মসূচীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে সচিবালয়ে দর্শনার্থীদের সংখ্যা কম দেখা গেছে। যারা এসেছেন তাদেরও একাধিকবার তল্লাশি করে প্রবেশ করাতে দেখা গেছে।

নিরাপত্তার দায়িত্তে থাকা পুলিশের কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, আজ অনেকগুলো কর্মসূচী রয়েছে। রাজনৈতিক কর্মসূচীর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে। দলে দলে মিছিল যাচ্ছে। আর এই সমাবেশের স্থানগুলো সচিবালয়ের চারপাশে। যে কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যা একেবারেই কম চোখে পড়েছে। তবে কাজ কর্ম চলছে যথা নিয়মে। আজ কর্মসূচির কারণে অনেকে পৌঁছাতে দেরি করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসিবুর রহমান জানিয়েছেন সকাল থেকে এদিকের রাস্তায় জ্যাম ছিলো বলে অফিসে পৌঁছাতে দেরি হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাত থেকেই তারা এখানে জড়ো হয়েছেন বলে জানা গেছে। সকালেও তাদের অবস্থান নিতে দেখা যায়। দুপুর পর্যন্ত গুলিস্তান, জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি। পালটা-পালটি সমাবেশকে ঘিরে পুরো ঢাকায় কঠোর নিরাপত্তা রয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

আ.লীগ-বিএনপি কর্মসূচি বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর