Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের চেষ্টা’, ট্রাম্পের প্ল্যাকার্ডসহ গ্রেফতার ১০

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১১:৪৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের চেষ্টার সঙ্গে জড়িতদের ট্রাম্পের প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ গ্রেফতার করেছে ডিএমপি

ঢাকা: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি বলছে, সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দেন। সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহেরও নির্দেশনা দেন। এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পরিকল্পনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিসি তালেবুর রহমান জানান, এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

ডিএমপি বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মহানগর পুলিশ। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ জোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

গ্রেফতার ট্রাম্প ডিএমপি প্ল্যাকার্ড যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর