Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ জিতেও কেন খুশি নন শান্ত?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ০১:২৯

৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা শান্ত

প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে ভূতুড়ে ব্যাটিং ধসে। তবে নাজমুল হোসেন শান্ত ঠিকই ব্যাট হাতে এগিয়ে নিচ্ছিলেন দলকে। যদিও শেষ অবধি উইকেটে থাকতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তবে দ্বিতীয় ওয়ানডেতে শারজার স্লো উইকেটে খেলেছেন ৭৬ রানের ইনিংস। দলও ম্যাচ জিতে ফিরেছে সমতায়। তবুও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ রয়ে গেছে শান্তর। ম্যাচ জিতেও তাই পুরোপুরি খুশি নন তিনি। 

শারজাতে নতুন ব্যাটারদের জন্য রান করা বেশ কষ্ট সাধ্য বলেই উইকেটে সেট হয়ে যাওয়া ব্যাটারদের খেলতে হয় বাড়তি দায়িত্ব নিয়ে। আজ উইকেটে বেশ থিতু হয়েও আউট হয়েছেন শান্ত। ছিল সেঞ্চুরির সুযোগও। কিন্তু খারোটের বলে নবীর হাতে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। উইকেটে আরো বেশি সময় থাকতে না পারার আক্ষেপ ঝরল তার কন্ঠে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডে জিতে ১-১ সমতায় ফিরে ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেন, ‘ম্যাচ জিতে কিছুটা ভালো তো লাগছেই। পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে এখন। আর নিজের ব্যাটিং নিয়ে সত্যি বলতে আমি খুশি নই। আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল আমার। স্পিনারদের বিপক্ষে এই উইকেটে ব্যাট করা বেশ কঠিন। তবে যেভাবে শুরু করেছিলাম, সেটা নিয়ে আমি খুশি। 

আজ দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে নিয়েছেন পাঁচ উইকেট। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া উইকেট পেয়েছেন সব বোলারই। শান্ত বলেন, ‘মিরাজ আর নাসুম যেভাবে বল করেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে, তাসকিন আবারও গুরবাজের উইকেট পেল। সব মিলিয়ে আমি বেশ খুশি তাদের নিয়ে।’

অভিষিক্ত জাকের আলী অনিক খেলেছেন ২৭ বলে ৩৭* রানের ইনিংস। নাসুমের সাথে সপ্তম উইকেটে গড়েছেন গুরূত্বপূর্ণ ৪৬ রানের জুটি। শান্তর মতে এই জুটিটাই মোমেন্টাম ফিরিয়েছে দলের পক্ষে, ‘জাকের-নাসুম মিলে দারুণভাবে ইনিংসটা শেষ করেছে। ওখান থেকেই মোমেন্টাম আমাদের দিকে ফিরেছে। জাকের এবং লোয়ার অর্ডারের ব্যাটারদের কাছ থেকে আমি এমন ইনিংসই চাই। আশা করছি দুজন এভাবেই ব্যাট করে যাবে।’ 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর