Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ২৩:১৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১০:৩৯

গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের

ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে রোববার (১০ নভেম্বর) গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এদিন দুপুর ১২টায় গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।

পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের বিচারের দাবিতে দুপুর ১২টায় এই জমায়েত অনুষ্ঠিত হবে।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন-
‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত
ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ
সময় দুপুর ১২টায়
স্থান: গুলিস্তান জিরোপয়েন্ট
আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

এর পর পোস্টের নিচে কমেন্ট আকারে সকল জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুটি বিষয় খেয়াল রাখবেন-

১. যাতে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনোপ্রকার সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।

২. গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শহিদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পালটা কর্মসূচি ঘোষণা করল।

সারাবাংলা/পিটিএম

গণজমায়েত টপ নিউজ ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর