Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের নিয়োগ বাতিল, ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ২১:২৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২৩:২১

জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেন নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি কাজী আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হলেন। শনিবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, এ জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম।

সারাবাংলা/জেআর/পিটিএম

নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ বাতিল ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর