Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত সাতজনের প্রাণ গেল।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত বাসবী আচার্য্য (৪৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। গত ৭ নভেম্বর নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কার্ডিওজনিক শক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম- মৃত্যুর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন, পুরুষ ১১ জন এবং শিশু ৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত আটদিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ১২৭ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৭৯৫ জন, নারী ৯১১ জন এবং শিশু ৫৯৮ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এসআর

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ডেঙ্গু নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর