Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার তুলসীগঙ্গা নদীতে দেখা মিলবে স্বচ্ছ জলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৬:৫২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৭

নওগাঁ: নওগাঁয় শহরের মাঝ দিয়ে বয়ে গেছে তুলসীগঙ্গা নদী। বছরের পর বছর ছিল অযত্নে অবহেলায়। দুষণে আক্রান্ত হয়ে নদীর যেন প্রাণ যায়-যায়। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয়েছে ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান। এবার ফিরবে নদীর প্রাণ। দেখা মিলবে স্বচ্ছ জলের। রাক্ষা পাবে জীববৈচিত্র্য। ড্রেজিং করলে ভাসবে নৌকা।

শনিবার (৯ নভেম্বর) সকালে শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদফতর নদী বাঁচাতে এমন উদ্যোগ নেয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্ববাহী প্রকৌশলী ফইজুর রহমান।

বিজ্ঞাপন

এসময় নদী ও খালের ময়লা-আবর্জনা পরিষ্কারে হাতল, কাস্তে ও দা হাতে নিয়ে কাজে যোগ দেয় বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২৫০ জন সদস্য। ৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই পরিস্কার অভিযান। এতে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস অংশ নিয়েছে।

আয়োজকরা জানান- এ বছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আর্বজনা পরিস্কার করা হবে। এতে পানিতে থাকা জলজ প্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে। নদী স্বাভাবিক গতিপথ ফিরে পাবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেছেন তুলসীগঙ্গা নদীতে এক সময় নৌকা ভিড়ত। এখন আর নদীর সেই গভীরতা নেই। আসে না নৌকা। তবে ড্রেজিংয়ের উদ্যোগ নিলে ফের নৌকা ভাসবে এ নদীতে। ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নদী ড্রেজিং করা জরুরি মনে করেছেন তারা।

সারাবাংলা/এসআর

তুলসীগঙ্গা নদী নওগাঁ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর