Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্থানের স্পিনারদের কাছে নাস্তানাবুদ হয়ে বড় হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহতে সিরিজ বাঁচানোর ম্যাচে আজ আবার আফগানদের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে আফগান স্পিনার গাজানফারের দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে আঙ্গুলের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। মুশফিকের পরিবর্তে একাদশে ঢুকেছেন কিপার জাকের আলি। এর মাধ্যমে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকেরের। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার রিশাদ হোসেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্থান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্থান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-আফগানিস্থান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর