Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১২:৩৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০

ছবি: সংগৃহীত

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধের বলি হওয়া মানুষের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এই বিষয়ে ইসরায়েলের ‘বেসামরিক মানুষের প্রতি এই নির্মম উদাসীনতা’র কড়া নিন্দা করেছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, গাজায় নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একদিনের এক শিশু, আর সবচেয়ে বেশি বয়সী একজন ৯৭ বছরের বৃদ্ধা। এখন পর্যন্ত নিশ্চিত করা ৮ হাজার ১১৯ জন নিহতের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী ও শিশু।

টুর্ক ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিশেষত উত্তর গাজায় অবরোধ আরোপ ও ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সাথে সম্পর্ক ছিন্ন করা এক গভীর উদ্বেগের বিষয়।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই ধরনের আক্রমণ ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের অভিপ্রায়ে এই অপরাধ সংঘটিত হলে তা গণহত্যার সংজ্ঞার মধ্যেও পড়তে পারে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গাজায় নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু, যাদের মধ্যে সবচেয়ে বড় বয়সের গোষ্ঠী পাঁচ থেকে নয় বছর বয়সী, এরপর রয়েছে ১০-১৪ বছর এবং তারও কম বয়সী শিশুরা। ৮৮ শতাংশ ক্ষেত্রে একই হামলায় পাঁচ বা তার বেশি মানুষ নিহত হয়েছে, যা ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

এছাড়া কিছু মৃত্যুর জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যভ্রষ্ট প্রক্ষেপণও দায়ী হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি, বেসামরিক অবকাঠামো ধ্বংস, এবং বিশাল জনসংখ্যার স্থানান্তরের ঘটনা ইসরায়েলি সরকারের নীতি লঙ্ঘনের দৃষ্টান্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা এবং জীবনের সংকট সৃষ্টি করেছে।’

অন্যদিকে, ইসরায়েলের জেনেভায় কূটনৈতিক মিশন জাতিসংঘের এই প্রতিবেদনের বৈধতাকে ‘পূর্ণরূপে প্রত্যাখ্যান’ করে জাতিসংঘের ওপর যাচাইবিহীন তথ্য প্রকাশের অভিযোগ দেন তারা।

প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ এর ৭ অক্টোবর থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪৩,৪৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০২,৫৬১ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এনজে

গাঁজা জাতিসংঘ নারী ও শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর