Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমালোচনার জবাব মাঠেই দেবে রিয়াল: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১০:১৭

কার্লো আনচেলত্তি

এই মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, সাম্প্রতিক সময়ে কোনো টুর্নামেন্টেই সময়টা ভালো কাটছে না কার্লো আনচেলত্তির দলের। সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে বড় হারে বেশ চাপে আছে মাদ্রিদ। আজ ঘরের মাঠে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগে আনচেলত্তি বলছেন, সমালোচনার জবাব মাঠেই দিতে প্রস্তুত রিয়াল।

বিজ্ঞাপন

ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও নিজেদের মাঠে ৩-১ গোলে হেরেছেন তারা। নিজের কোচিং ক্যারিয়ারে এই প্রথম বার্নাব্যুতে টানা দুই ম্যাচ হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আনচেলত্তিকে। চ্যাম্পিয়নস লিগে ১৭তম ও লা লিগায় বার্সার চেয়ে ৯ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগে আনচেলত্তি বলছেন, সব সমালোচনার জবাব মাঠেই দিতে হবে রিয়ালকে, ‘ওসাসুনা এবার লা লিগায় দারুণ খেলছে। আমাদের নিজেদের খেলাটা ভালোভাবেই খেলতে হবে। আমি জানি রিয়াল কঠিন সময় পার করছে। কিন্তু সবকিছুর জবাব মাঠেই দিতে হবে। পরিস্থিতি বুঝে আমাদের সমাধান খুঁজতে হবে। আমরা ভিন্ন এক রিয়ালকে মাঠে দেখতে চাই। দলের মাঝে একতা থাকতে হবে। তবে শেষ পর্যন্ত মাঠেই বুঝা যাবে দলের অবস্থাটা কেমন।’

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর