চাকরির আবেদনে ‘পে-অর্ডার প্রথা’ বাতিলের দাবি
৮ নভেম্বর ২০২৪ ২১:৫৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ২১:৫৭
বগুড়া: সরকারি-বেসরকারি শুন্যপদে নিয়োগের মাধ্যম্যে কর্মসংস্থান সৃষ্টি, চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রথা বাতিল ও নিয়োগ পরীক্ষা বিকেন্দ্রীকরণের দাবি উঠেছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বগুড়ায় যুব সমাবেশে বক্তারা এসব দাবি জানায়।
বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাতমাথা মুক্ত মঞ্চে যুব সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন বৈষম্য দূর করতে। দেশে কর্মসংস্থানে বৈষম্য দূর করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এ ব্যাপারে অর্ন্তর্বতী সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।
সরকারি ও বেসরকারি শুন্যপদে নিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রথা বাতিল ও নিয়োগ পরীক্ষা বিকেন্দ্রীকরণের দাবি জানায় তারা।
এসময় বক্তারা- আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদকের বিরুদ্ধে অভিযান ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করার আহ্বান জানান।
বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি যুবনেতা ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা সাইদুর রহমান পারভেজ, সহ সভাপতি যুবনেতা অখিল পাল, সহ সাধারণ সম্পাদক সাবেকুন নাহার যুথি, জেলা কমিটির সদস্য যুবনেতা সাদ্দাম হোসেন।
যুবনেতা শাওন পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা কমিটির সদস্য মো. বারেক শেখ, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ’র সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমেদ রাজ।
সারাবাংলা/এসআর