যুব এশিয়া কাপ : বাংলাদেশের খেলা কবে, কোথায়, কখন
স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ২১:৫০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ২১:৫১
৮ নভেম্বর ২০২৪ ২১:৫০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ২১:৫১
আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের প্রথমদিনই মাঠে নামছে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফগানিস্তান।
আজ (শুক্রবার, ৮ নভেম্বর) যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সি (এসিসি)। প্রথমদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পাশাপাশি শুরু হবে শ্রীলংকা-নেপাল ম্যাচও।
০১ ডিসেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ০৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ প্রতিপক্ষ শ্রীলংকা। বাংলাদেশের সকল ম্যাচের ভেন্যু দুবাই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’ তে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও নেপাল।
সারাবাংলা/জেটি