Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক ম্যাচ হেরে সব শেষ হয়ে যায়নি’

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ২১:২৪

কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান

শারজায় সিরিজ শেষ হতে বাকি আর দুই ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের পরাজয়ের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অকল্পনীয় ব্যাটিং ধ্বসে ম্যাচটা হেরেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। সেই হারে খুব একটা বিচলিত নন এই অলরাউন্ডার। 

দুই দল এর আগে ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২৩ সালের জুলাইতে। ঘরের মাঠে সেই সিরিজে২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানদের কাছে হেরেই সুপার এইট থেকে বাদ পড়েছিলেন শান্তরা। তাই আজ ম্যাচের আগেরদিন সাংবাদিকদের সাথে আলাপকালে সেই প্রসঙ্গ উঠল। প্রশ্ন গেল মিরাজের দিকে, আফগান-জুজুতে আটকে গেছে কিনা বাংলাদেশ? 

বিজ্ঞাপন

অতীত সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে মিরাজ উত্তরে বলেন, আপনি দেখুন আফগানদের সঙ্গে আমরা আগেও অনেক জিতেছি। ওয়ানডেতেও জিতেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল। দেশের মাঠে টি-টোয়েন্টি জিতেছি। দেশের মাঠে সিরিজ জিতেছি। তাই এটা এমন নয় যে আমরা একটা ম্যাচ হেরেছি মানে আমাদের সব অর্জন চলে গিয়েছে।’

প্রথম ওয়ানডেতে হারের দায় নিজের কাঁধেই নিলেন মিরাজ। সুবিধাজনক অবস্থানে থাকার পরেও জিততে না পারার কারণ হিসেবে এর সাথে মিরাজ দাঁড় করিয়েছেন শারজার উইকেটকে,’আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো মানের। আপনি কখনোই কোনো দলকে ছোট বলতে পারবেন না। আমরা একটা ম্যাচ খারাপ খেলে হেরে গিয়েছি। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম উইকেটটা আমাদের সঙ্গে তেমনটা আচরণ করেনি। আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা সেট ব্যাটার ছিলাম। আমাদের শেষ করা উচিত ছিল।’

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ খেলবে শারজাতেই। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মিরাজের, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর