শ্যামলীতে কম দামে সবজি বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ
৮ নভেম্বর ২০২৪ ২০:১৭ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
ঢাকা: নিত্য প্রয়োজনীয় পণ্য কেনায় এলাকাবাসীকে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শ্যামলীর বাসিন্দা মঈন উদ্দিন। অপেক্ষাকৃত কম দামে মাছ, ব্রয়লার মুরগি, ডিমসহ নানা পদের শাক-সবজি বিক্রি করেন তিনি। কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ, কারওয়ান বাজার ও মিরপুর এলাকা কম দামে দুধ-ডিম ও শাকসবজি সংগ্রহ করে এনে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে থাকেন মঈন।
শুক্রবার (৮ নভেম্বর) শ্যামলীর ৪ নম্বর সড়কের জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের পাশে অবস্থিত দোকানে সারাবাংলার এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মঈন উদ্দিনের। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঈন উদ্দিন বলেন সারাবাংলাকে বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই কম দামে শাক-সবজি এবং মাছ-তরকারি বিক্রির উদ্যোগ নিয়েছি। আমার সঙ্গে আরও পাঁচ/ছয় জন যুবকও যুক্ত হয়েছেন। যারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ মানুষই কষ্টের মধ্যে আছেন। এ কারণে স্থানীয় লোকজনকে কিছুটা স্বস্তি দিতে আমি এবং আরও কয়েকজন (স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত) যুবককে সঙ্গে নিয়ে কম দামে নিত্যপণ্যে বিক্রির চেষ্টা করছি। এতে এলাকার মানুষ যদি কিছুটা উপকৃত হয়, এতেই আমরা খুশি। আমরা যেহেতু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষ যেন একটু স্বস্তি পায়, সেটাই সবসময় কামনা করি। আর সেই চিন্তা থেকে কম দামে শাক-সবজি, মাছ-মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি।’
মঈন উদ্দিন বলেন, ‘গত ১ নভেম্বর থেকে এখানে (শ্যামলীর ৪ নম্বর সড়কের জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের পাশের ফুটপাত) বসে শাক-সবজি, দুধ, ডিম, মাছ ও ব্রয়লার মুরগি বিক্রি করছি। প্রথমদিন থেকেই শ্যামলী ছাড়াও বাইরের লোকজনও শাক-সবজি কিনতে আসছে।’
তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের অর্ধশতাধিক শাক-সবজি বিক্রি করছি। আজ (৮ নভেম্বর) ব্রয়লার মুরগি ১৮০ টাকা, যা অন্য বাজারে ২০০ টাকা; সোনালিকা মুরগি ২৮০ যা অন্য জায়গায় ৩০০-৩১০ টাকা, ১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের পাঙ্গাশ মাছ ১৯০ টাকা, তেলাপিয়া (মাঝারি আকারের) ১৮৫ টাকা, রুই মাছ ২৮০ (১ কেজি বা তার চেয়ে বেশি) টাকা কেজি দরে বিক্রি করছি। আগামী সপ্তাহ থেকে গরুর মাংস ৭৩০ কেজি দরে বিক্রি করব।’
তিনি আরও বলেন, ‘সবধরনের শাক-সবজি অন্যান্য বাজারের চেয়ে কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করছি আমরা।’
শুক্রবার (৮ নভেম্বর) কল্যাণপুর থেকে শ্যামলীর এই দোকানে সবজি কিনতে এসেছেন রোকসানা বেগম নামে এক গার্মেন্টস কর্মী। সারাবাংলাকে তিনি বলেন, ‘এখানে শাক-সবজির দাম কিছুটা কম। আবার তরতাজাও পাওয়া যায়। এ জন্য কিনতে আসছি। তবে সবধরনের মাছ থাকলে আরও ভালো হতো।’
ব্রয়লার মুরগি কিনতে আসা মুসা মিয়া নামের এক বেসরকারি চাকরিজীবী সারাবাংলাকে বলেন, এখানে ব্রয়লার মুরগির দাম অন্য জায়গার চেয়ে কিছুটা কম। সবজি ও মাছের দামও কম। এ রকম সবজির দোকান রাজধানীর অন্য জায়গাগুলোতে থাকলে ভালো হতো। মঈন উদ্দিনের মতো সব রাজনীতিবিদরা যদি এ রকম ছোট ছোট উদ্যোগ নিতেন তাহলে সাধারণ মানুষ সত্যিই স্বস্তি পেত।’
দোকানটিতে কাঁচামরিচ ১৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা, গাজর ১৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৪০ টাকা, বরবটি ৭৫ টাকা, সিম ১২০ টাকা, পেঁপে ৩৫ টাকা, বেগুন (লম্বা আকারের) ৫০ টাকা, বেগুন (সাদা রং) ৮০ টাকা, বেগুন (গোল আকারের) ৭০ টাকা, করলা ৫৫ টাকা, উস্তা ৭০ টাকা, মুলা ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, আলু ৬৫ টাকা, পটল ৪০ টাকা, কাঁকরোল ৭৫ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কচুরমুখী ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, ফুলকপি ৩৮ টাকা, বাধাঁকপি ৩৫ টাকা, পাতি লাউ ৪৫ (বড় আকারের প্রতি পিস), জালি কুমড়া ৩৫ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। লাল শাক ১৩ টাকা, পুঁইশাক ৩০ টাকা, মুলা শাক ১৫ টাকা আঁটি ধরে বিক্রি হচ্ছে। আর লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
এখানে ফার্মের মুরগির ডিম ১৪৫ টাকা ডজন, খামার থেকে সংগ্রহ করা গরুর দুধ ৯০ টাকা লিটার, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালিকা মুরগি ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম